রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


কালভার্টের গর্তই যেন মরনফাঁদ


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ২১:৩১

আপডেট:
৬ মে ২০২৪ ০১:২৬

ছবি: ভাঙ্গা কালভার্ট

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার পাকা রাস্তায় নির্মিত একটি ভাঙ্গা কালভার্ট বর্তমানে জনদূর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। অন্ধকার রাতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা ভাঙ্গা কালভার্টের গর্তে পরে প্রায় দূর্ঘটনায় শিকার হচ্ছে। অথচ কর্তৃপক্ষ নিরব দর্শকের ভুমিকায়।

জানা গেছে, গত কয়েক মাসে আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক পথচারী। এর পরেও কর্তৃপক্ষের টনক নরছেনা। হারাগাছ পৌর সভার ধুমেরকুটি জয়বাংলা বাজার ছ’মিল সংলগ্ন মর্ণেয়াটারী এলাকায় সাহেব পাড়া থেকে ইলিয়াসের কুড়া পাকা রাস্তায় প্রায় ১ বছর আগে হারাগাছ পৌরসভা কর্তৃক নির্মিত একটি কালর্ভাটের মাঝখানে রড ভেঙ্গে বড় একটি গর্তের সৃষ্টি হয়।

এলাকাবাসী বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে এনে নতুন করে বড় একটি ব্রীজ নির্মাণের দাবী জানান। কিন্তু পৌর সভার নির্বাচন আসায় ওই স্থানে ব্রীজ নির্মাণের বিষয়টি চাপা পরে যায়। পথচারী আফজাল হোসেন জানান এ পথে রাস্তা দিয়ে চলতে গিয়ে অনেক পথচারী কালর্ভাটের গর্তে পরে হাত-পা ভেঙ্গে পরে আছে। বিশেষ করে যারা এ পথে নতুন এসে অন্ধকারে চলাচল করে তারাই বেশি দূর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জসিম মিয়া বলেন, কালর্ভাটের কাজটি নিন্মমানের হওয়ায় নির্মাণের কিছু দিন পরেই লোড বাহী গাড়ীর চাপে কালর্ভাটের মাঝে রড ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়। আমরা নতুন করে বড় আকারের একটি ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছি পৌর মেয়রের কাছে। কিন্তু এখানে ব্রীজ নির্মাণের দৃশ্যমান কোন কার্যক্রম দেখছি না। তারা জানায়,  গুরুত্বপূর্ণ এ পথ দিয়ে হারাগাছ হাসপাতাল,স্কুল, সরকারি কলেজ, মাদ্রাসা, হাট-বাজারে যানবাহনে চলাচল করে সাধারণ মানুষ। তাই দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা কালর্ভাটের গর্তে একটি গাছ দিয়েছে সাবধান থাকতে ।

ওই এলাকার ৬নং ওয়ার্ড কমিশনার মাসুদার বলেন, আমি নির্বাচিত হয়ে এলাকা পরিদর্শন করে কালভার্টে রভাঙ্গা গর্তটি দেখেছি। বরাদ্দ পেলে এখানে ব্রীজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

মেয়র এরশাদুল হক এরশাদ বলেন, আমি সবে দায়িত্ব নিয়েছি, আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যাটির সমাধান করা হবে।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top