রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


ভ্যাকসিন নিতে কাউনিয়ায় উপচেপড়া ভীড়


প্রকাশিত:
৮ আগস্ট ২০২১ ০৪:২৩

আপডেট:
৪ মে ২০২৪ ০৮:২৪

ছবি: টিকা নিতে দীর্ঘ লাইনে দাড়িয়ে

সকল নাগরিককে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে শনিবার থেকে রংপুরের কাউনিয়ায় শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে ৩হাজার ৬শ মানুষকে পরীক্ষামূলক করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা দেওয়া হবে।

শনিবার উপজেলার বিভিন্ন গণটিকা ক্যাম্পে গিয়ে দেখা যায় সধারন মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। তারা দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকেও দীর্ঘক্ষন অপেক্ষা করে টিকা নিয়ে বাড়ি ফিরছেন। বালাপাড়া ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গণটিকা ক্যাম্পে সার্বক্ষনিক নজরদারি করেন ইউপি চেয়ারম্যান আনছার আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন প্রতিটি কেন্দ্রে গিয়ে টিকাদান কর্মসূচি মনিটরিং করেন।

শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ৬টি ইউনিয়নে খোজ নিয়ে জানা গেছে, বালাপাড়া ইউনিয়নে ৬শ, কুর্শা ইউনিয়নে ৬শ, টেপামধুপুর ইউনিয়নে ৫শ, হারাগাছ এবং সারাই ইউনিয়নে ৯শ এবং শহীদবাগ ইউনিয়নে ৪৪৭জন মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top