ঈদের আগেই বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

ঈদুল আজহার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসমত আলী (৪৩) নামে এক ইমাম মারা গেছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ দু’জন। সোমবার (১৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসমত আলী ওই গ্রামের বাসিন্দা। একটি মসজিদে ইমামতি করতেন তিনি।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে প্রতিবেশী এক বাড়ি থেকে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে কাজ করছিলেন ইমাম হাসমত আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ইমাম হাসমত, তার স্ত্রী জুলেখা বেগম (৩৯) ও প্রতিবেশী শুকুর আলীর ছেলে নাইমুল ইসলাম (৮)। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাপাতালে নেয়ার পথেই ইমাম হাসমত মারা যান। তার স্ত্রী জুলেখাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠালেও শিশু নাজমুলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরপি/আআ
বিষয়: বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু ইমাম
আপনার মূল্যবান মতামত দিন: