গণহত্যা ও স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, চিত্রাংকন, দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুর ১২ টায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় গণহত্যার উপর আলোকচিত্র প্রদর্শনী, বাদ যোহর বা সুবিধামতো সময়ে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা, সূর্যাস্তের সাথে সাথে নগরীর সকল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ মোনাজাত।
রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত সকল সরকারি ভবনে প্রতীকি ব্ল্যাক-আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতিত), ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, জেলা পুলিশ লাইনসে একত্রিশবার তোপধ্বনি, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ৮ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ।
সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
বাদ যোহর বা সুবিধামতো সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, সুবিধামত সময়ে হাসপাতাল, কারাগার, শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, শিশুমণি নিবাস, মা-মনি বিকাশ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন।
বিকেল সাড়ে ৩ টায় রিভারভিউ কালেক্টরেট স্কুলে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠানভ।
বিকেল ৪ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা প্রশাসন বনাম রাজশাহী সিটি কর্পোরেশনের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সুবিধামত সময়ে প্রবেশ মূল্য ছাড়া জাদুঘর, পার্ক, চিড়িয়াখানা শিশুদের দর্শনের জন্য উন্মুক্ত রাখা, সুবিধামত সময়ে সিনেমা হলসমূহ ও শহরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
সুবিধামত সময়ে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিতকরণ, সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরপি / আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: