জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের নয়া সভাপতি কাজল

নওগাঁ মান্দার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে বিদ্যালয়ের দাফতরিক কক্ষে ভোট অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী পরিষদের ১১ সদস্যরা এতে ভোট প্রদান করেন। এর আগে সবার সম্মতিক্রমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কার্যপরিষদের সদস্য নির্বাচিত হয়। পরে সভাপতির পদে দুই বছরের জন্য নির্বাচন দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোটে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোঃ মাসুদ রানা কাজল এবং মো রেজাউল করিম বাচ্চু। মাসুদ রানা কাজল ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক প্রদ্যুত সরকার। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হক চাম্পা।
ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃআব্দুস সাত্তার, ৪ নং ওয়ার্ডের সদস্য শামসুল হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব দেরাজ উদ্দিন প্রামানিক, ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজ উদ্দিন প্রামানিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামশুজ্জামান সুলতান, শিক্ষিকা হাসিনা বেগম, ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী পরিষদের সাবেক ও বর্তমান সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আরপি /আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: