রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


অটোরিকশায় বসা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০


প্রকাশিত:
২১ মার্চ ২০২১ ০০:৩৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৬:২২

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশায় বসা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

শনিবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ফতেহপুর খেয়াঘাট বাজারে ফতেহপুর ইউনিয়নের বেড়কুড়ি ও তুলাপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে দুই নির্মাণ শ্রমিকের মধ্যে সিএনজিচালিত অটোরিকশায় বসা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তা দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ১০ থেকে ১২টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মুজাম্মিল বলেন, সকালে কিছু একটা নিয়ে মারামারি হয়। পরে দুই গ্রামের মানুষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমাদের বাজারের অনেক দোকান ভাঙচুর করা হয়।

রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।

আরপি /এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top