রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে


প্রকাশিত:
১১ মার্চ ২০২১ ২১:৩২

আপডেট:
১২ মার্চ ২০২১ ০০:১২

ছবি: সংগৃহীত

ঝালকাঠির আমুয়া-কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার সংলগ্ন খালে আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় কাঠালিয়া উপজেলার সঙ্গে জেলা সদর ঝালকাঠি ও বরিশালসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ মার্চ) দুপুরে রাজাপুর থেকে আসা এ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথরভর্তি একটি ট্রাক পারাপারের সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।

এ সময় ট্রাকের চালক ও হেলপার প্রাণে বেচেঁ গেলেও তারা দুজনই আহত হন। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া, বেতাগী ও আমুয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এলাকাবাসী জানান, ব্রিজটির মাঝখান দেবে গিয়েছিল। দীর্ঘদিন ধরে মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দুপুরে পাথরভর্তি একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। তবে ট্রাকের আরোহীদের কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।

 

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top