রাজশাহী বৃহঃস্পতিবার, ২০শে মার্চ ২০২৫, ৭ই চৈত্র ১৪৩১


বগুড়াতে করোনায় একজনের মৃত্যু


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৯

আপডেট:
২০ মার্চ ২০২৫ ২৩:৩৬

প্রতীকি ছবি

রাজশাহী বিভাগে টানা ১২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের বগুড়ায় তার মৃত্যু হয়। এর আগে গত ১ ফেব্রুয়ারি বগুড়ায় দুইজনের মৃত্যু হয়েছিল।এরপর বিভাগে করোনায় আক্রান্ত আর কারও মৃত্যু হয়নি।

রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৩ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৪৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিভাগে নতুন সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন আটজন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৬১ জন। এদের মধ্যে ২৩ হাজার ৮০৭ জন সুস্থ হয়েছেন।বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৭৭ জন কোভিড-১৯ রোগী।

আরপি/ এসআই-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top