রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সান্তাহার পৌরসভা নির্বাচন : মেয়র পদে নৌকার মাঝি মন্টু


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২০ ০২:১৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৭

আশরাফুল ইসলাম মন্টু

সকল জল্পনা কল্পনা শেষে আসন্ন সান্তাহার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হলেন আশরাফুল ইসলাম মন্টু। গতকাল (১৮ ডিসেম্বর) শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে চুড়ান্তভাবে মনোনীত করার ফলাফল প্রকাশিত করেন।

আশরাফুল ইসলাম মন্টু বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য, আদমদিঘী উপজেলা আওয়ামীলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সান্তাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি সান্তাহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে একাধিক মেয়র প্রার্থী মনোনয়নের জন্য প্রার্থীতা চাইলেও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি থেকে আশরাফুল ইসলাম মন্টুকে মনোনীত করা হয়েছে। তাকে মনোনীত হওয়ার খবর সান্তাহার পৌর শহরের এলে তাকে অভিনন্দন জানিয়ে রাতেই একটি মিছিল বের করে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতা-কর্মীরা।

 

আরপি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top