রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে এসএসসি ক্লাব-৯৫ গ্রুপের উদ্যোগে গেট টুগেদার অনুষ্ঠিত


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২০ ০২:৫৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৫:২৯

এসএসসি ক্লাব-৯৫ গ্রুপের উদ্যোগে গেট টুগেদার

বগুড়ার সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ারে শেফালী কনভেনশন সেন্টারে এসএসসি ক্লাব-৯৫ গ্রুপের উদ্যোগে গেট টুগেদার শুক্রবার দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সকাল বেলা চা-চক্র, স্কুল জীবনের স্মৃতিচারণ, দুপুরের খাবার, বিকেলে পিঠা উৎসব, কবিতা পাঠ, নাচ-গান, কৌতুক, লাকি কুপন ড্র ও সংগঠনের লক্ষ্য নির্ধারণের জন্য আলোচনা সভা।

এসএসসি ক্লাব-৯৫ গ্রুপের উদ্যোক্তা মো. রেজোয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেনএস এস সি ক্লাব- ৯৫ গ্রুপের সদস্য ও আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, ৯৫ গ্রুপের সদস্য হাসিনা মমতাজ মুক্তা, মুন্নি আক্তার, সেলিনা, নিপা, নয়ন আলী, পরাগ, অসিত দেবনাথ বাপ্পা, রুনা মৃধা, রফিকুল ইসলাম, দ্বীন মোহাম্মদ, রাজ কুমার, মাহমুদা প্রমুখ।

স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে হাসিনা মমতাজ মুক্তা বলেন, অনেকদিন পর আমরা স্কুলের বন্ধু-বান্ধবীরা মিলিত হয়েছি একসাথে। জীবন বাস্তবতার সময়ের প্রয়োজনে আমরা প্রত্যেকে বিভিন্ন দিকে ব্যস্ত থাকি। সবার সাথে মিলিত হওয়ার সুযোগ খুব একটা আসে না। তাই সবার সান্নিধ্য পেয়ে ভালো লাগছে। আশা করি আগামীতে ও আমরা এই পুনর্মিলনীর ধারা অব্যাহত রাখবো।
এই বিষয়ে ৯৫ ব্যাচের আরেক শিক্ষার্থী নয়ন আলী বলেন, দীর্ঘদিন পর সবাই একত্রিত হয়েছি। স্কুল জীবনকে ঘিরে বন্ধু-বান্ধবীদের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। সবাইকে এক ফ্রেমে পেয়ে এগুলি স্মৃতিচারণ করছি। বেশ ভালো লাগছে।

গ্রুপের উদ্যোক্তা মো. রেজোয়ান হোসেন বলেন, আমরা আজ সব বন্ধুরা মিলে গেট টুগেদারের আয়োজন করতে পেরে আনন্দিত। সব বন্ধরা যদি আন্তরিক থাকে তাহলে প্রতি বছর এ রকম অনুষ্ঠান করতে পারবো বলে মনে করি।

আলোচনা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পিঠা উৎসব, কবিতা পাঠ, নাচ-গান, কৌতুক, লাকি কুপনের ড্র, ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

আরপি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top