রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সান্তাহারে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২০ ০০:৩২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৮

আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের উদ্বোধনের সময়


বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডিতে চলতি আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানি, সান্তাহার এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ পদ বর্মন, সান্তাহার সিএসডির ব্যবস্থাপক দুলাল উদ্দিন খান, আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী প্রমুখ।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানি জানান, চলতি আমন মৌসুমে ৮ হাজার ১শত ১২ মে. টন চাল আর ৮২০ মে. টন ধান সংগ্রহ করা হবে। এই উপজেলার মোট মিলারের সংখ্যা ১৫৮টি। চুক্তিবদ্ধ মিলারের সংখ্যা ১১ জন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top