সান্তাহারে পূজা উদযাপন পরিষদের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার (২২ নভেম্বর ২০২০) দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দির প্রাঙ্গনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি সাগর কুমার রায়।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমৃত লাল সাহা, বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি স্বপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, বগুড়া সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ রায়, আদমদীঘি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার।
অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান পিয়াল, সান্তাাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক এস,এম জাহিদুল বারী, আদমদীঘি পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আলোক মোহন্ত, পৌর কমিটি সভাপতি চন্দন কুন্ডু প্রমূখ।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: