আদমদীঘিতে বাল্যবিয়ে পণ্ড করলো উপজেলা প্রশাসন

বগুড়ার আদমদীঘি উপজেলার পল্লীতে এক স্কুলছাত্রীর বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও সেই বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী। ওই ছাত্রী আদমদীঘি উপজেলা সদরের গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণিতে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামে।
জানা গেছে, ওই দিন রাতে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালান।
অভিযানের খবর পেয়ে ছাত্রীর বাবা পালিয়ে গেলেও তাৎক্ষনিকভাবে ওই ছাত্রীর মাকে আটক করা হয়। পরে মেয়েটির বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গিকারনামা প্রদান করার প্রেক্ষিতে আটক মাকে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
আরপি/এসকে
বিষয়: আদমদীঘি বগুড়া বাল্য বিয়ে উপজেলা প্রশাসন
আপনার মূল্যবান মতামত দিন: