সান্তাহারে পৌর নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থীদের দলীয় মনোনয়ন জমা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বগুড়া জেলা কমিটির আয়োজনে আসন্ন সান্তাহার পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর প্রার্থীরা তাদের শত শত নেতা-কর্মী ও সমর্থক নিয়ে দলীয় কার্যালয়ে এসে ফরম জমা দেয়।
রোববার বেলা ১২টায় সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমান ও যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিকের মনোনয়ন পত্র জমা দেয় প্রার্থীরা। মেয়র পদে সান্তাহার পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান টিটু ও কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মজিবর রহমান, ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও যুবদল নেতা ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, ১নং ওয়ার্ডে ছাত্রনেতা মাহাফুজুর রহমান লিটন, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল ইসলাম তালুকদার লুদি, ৭নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ডে শাহজাহান আলম স্বপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর প্রার্থী হাসিনা মমতাজ মুক্তা, যুবদল নেতা আব্দুর সবুর সবুজ, সাবেক ছাত্রদল নেতা কোয়েল, তুফান, তুহিন প্রমুখ।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: