রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আদমদীঘি থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেনকে শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা প্রদান


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২০ ০৩:১৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৯

সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার।। ছবি: প্রতিনিধি

চৌকস কার্য সম্পাদন করায় বগুড়ার আদমদীঘি থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন। তাকে এ সম্মাননা প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার।

সম্প্রতি বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ-কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে (চৌকস কার্য সম্পাদন) আদমদীঘি থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন কে সম্মাননা স্মারক প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

ওই সভায় তাকে গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে কাজের মুল্যায়নের উপর ভিত্তি করে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তীসহ জেলার সকল সার্কেল অফিসার, সকল থানার কর্মকর্তা ইনচার্জগণ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top