সান্তাহারে ফেন্সিডিলসহ বাসযাত্রী গ্রেপ্তার

বগুড়ার সান্তাহারে ২০বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ সুমন হোসেন মঙ্গল (৩২) নামের এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য। শুক্রবার দুপুরে সান্তাহার পৌর শহরের পোঁওতা রেল গেইট এলাকায় সাফা মারওয়া বাস থেকে উক্ত পরিমাণ ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন নওগাঁ জেলার পত্নীতলা থানার কলাপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেন ছেলে। এ ঘটনায় ওই দিন আদমদিঘী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া খ সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, গ্রেপ্তার হওয়া সুমন হোসেন মঙ্গল বিক্রয়ের উদ্দেশ্যে নওগাঁর মান্দা থেকে সাফা মারওয়া বাসে করে সান্তাহারে আসছিলো। এমন খবর পেয়ে পোঁওতা রেল গেইট এলাকায় ওই বাসে তল্লাশি করে তার কাছে থাকা ব্যাগে ২০বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: