রাজশাহী রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


সান্তাহারে ২০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২০ ০০:২৩

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৭

গ্রেপ্তারকৃত যুবক। ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২০বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ সাকিল হোসন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ। শনিবারে রাতে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট স্টেশন এলাকার মসজিদের সামনে থেকে উক্ত পরিমাণ ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিল হোসেন জয়পুরহাট জেলার রামকৃষ্ণপুর এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে। রবিবার দুপুরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক মনজের আলীর নেতৃত্বে উপ পরিদর্শক মোস্তফা কামাল ও এটিএসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট স্টেশন এলাকার মসজিদের সামনে থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ সাকিল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী সাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top