রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


সান্তাহারে ছিন্নমুল ও পথ শিশুদের মাঝে খাবার দিল নওগাঁ ব্লাড সার্কেল


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২০ ২৩:৫২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:০৩

খাবার বিতরণে নওগাঁ ব্লাড সার্কেল। ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে শতাধিক ছিন্নমুল ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের সদস্যরা। শনিবার রাত সাড়ে ৯ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে ঘুরে ঘুরে এ সব ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি সাংবাদিক আবু ইউসুফ, সাধারণ সম্পাদক ফরহাদ আলম, পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম, প্রচার সম্পাদক শাহানেওয়াজ, স্কুল সম্পাদক তানজীম বিন বারী, সদস্য আব্দুর রহিম প্রমূখ।

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি সাংবাদিক আবু ইউসুফ বলেন, আমরা চেষ্টা করছি অর্ধহারে, অনাহারে থাকা এ সব ছিন্নমুল ও পথ শিশুদের মাঝে অন্তত এক বেলা খেতে পারে। আগামীতেও ওই সব পথ শিশুদের মাঝে খাবার দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও সপ্তাহে এক দিন পথ শিশুদের নিয়ে পাঠশালার আয়োজন করা হবে যাতে তারা প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top