আদমদীঘিতে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ডাকাতি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মামলার আসামী মজনু ডাকাত কে পুলিশ গ্রেফতার করে শনিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করেন।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, আদমদীঘির দেলুঞ্জু মধ্য পড়ার আনছার আলীর ছেলে মজনুর বিরুদ্ধে ডাকাতি মামলা হয় সেই মামলায় আদালতে মজনুর ৩ বছরের সাজা হয়।
সাজাপ্রাপ্তর পর থেকে মজনু পলাতক থাকে গত শুক্রবার রাতে এস আই সোলাইমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাওইল বাজার এলাকার রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত মামলা ছাড়াও চাঁদাবাজী, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আদমদীঘি থানা (তদন্ত) ওসি সানোয়ার হোসেন গ্রেফতারের কথা নিশ্চিত করেন।
আরপি/এমএএইচ
বিষয়: আদমদীঘি ডাকাতি মামলা গ্রেফতার
আপনার মূল্যবান মতামত দিন: