সান্তাহারে যুবদলের তথ্য সংগ্রহ ফরম ও কর্মী সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল ইউনিট কমিটি গঠন ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বগুড়ার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে তথ্য সংগ্রহ ফরম বিতরন ও বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সান্তাহারস্থ যুবদল কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম।
বগুড়া জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় তথ্য সংগ্রহ ফরম বিতরন ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা মামুন হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, জাতীয়তাবাদী নির্মান শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারন সম্পাদক লায়ন ফরিদ আহমেদ, সান্তাহার পৌর বিএনপি'র আহবায়ক কাউন্সিলর মজিবর রহমান, যুগ্ন আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রায়হান শরিফ মাসুম, সাইফুল ইসলাম রনি, সুজন হোসেন, কাউন্সিলর ও যুবদল নেতা ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, কাউন্সিলর ও যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান টিটু, সান্তাহার পৌর যুবদল নেতা স্বপন হোসেন, আলম, মানিক, সৌরভ কর্মকার, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম, আব্দুর সবুর সবুজ, মাহাফুজুর রহমান লিটন, সোহাগ হোসাইন প্রমূখ।
আলোচনা শেষে পৌর শহরের ৯টি ওয়ার্ডে গিয়ে বগুড়া জেলার নেতারা তথ্য সংগ্রহ ফরম বিতরন করেন এবং ফরম পুরণ করে তা অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে জমা দেয়।
আরপি/আআ
বিষয়: সান্তাহার যুবদল কর্মী সমাবেশ
আপনার মূল্যবান মতামত দিন: