রাজশাহী শনিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ৪ঠা ফাল্গুন ১৪৩১


ইউএনও ওয়াহিদার ওপর হামলার প্রতিবাদে আদমদীঘিতে মানববন্ধন


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩০

আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪০

আদমদীঘিতে মানববন্ধনে অতিথিরা। ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা বাসস্ট্যান্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন, শফির উদ্দীন প্রমূখ।

এ সময় বক্তারা ইউএনও ওয়াহিদা খানের হামলার প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিচারের দাবী করেন।

 

আরপি/আআ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top