রাজশাহী বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


সান্তাহারে বিএনপি'র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৪

আপডেট:
১৬ অক্টোবর ২০২৪ ০৫:০৮

বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আদমদীঘি থানা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মাহাফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সান্তাহার পৌর শহরের ষ্টেশন রোডে মুক্তিযোদ্ধা চত্বরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আদমদীঘি থানা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মাহাফুজুল হক টিকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, জাতীয়তাবাদী নির্মান শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারন সম্পাদক লায়ন ফরিদ আহমেদ, সান্তাহার পৌরসভার কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, বিএনপির নেতা শফিকুল ইসলাম, চঞ্চল, যুবদল নেতা আনোয়ার হোসেন জীবন, শিহাব চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা আরিফুল হক রোমান, রায়হান, সান্তাহার পৌর যুবদল নেতা স্বপন হোসেন, মানিক হোসেন, সবুজ, সান্তাহার পৌর ছাত্রদল নেতা মাহাফুজুর রহমান লিটন, সোহাগ হোসাইন, সাকিব প্রমূখ।

দোয়া মাহফিল শেষে গরিব ও অসহায়-দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top