আদমদীঘিতে মুজিববর্ষ উপলক্ষে চারা বিতরণ

ছবি: মুজিববর্ষ উপলক্ষে চারা রোপন
বগুড়ার আদমদীঘিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বৃক্ষের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আদমদীঘিতে সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্র সামাজিক বন বিভাগের সহায়তায় চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগন চাঁপা খন্দকার, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, দুপচাঁচিয়া উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এ.টি.এম আক্তারুজ্জামান, আদমদীঘি উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সামছুল আলম, সমাজ সেবা অফিসার শরীফ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।
এ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনে ২০ হাজার ২২৪ টি গাছ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
আরপি/আআ-০৩
আপনার মূল্যবান মতামত দিন: