রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২২:৪০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:০৯

প্রতীকী ছবি

বগুড়ার সান্তাহারে রাণীনগর রেল লাইন থেকে প্রায় ৫৪ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি থানা পুলিশ। গত মঙ্গলবার (৭জুলাই) সকালে রানীনগর ষ্টেশনের পাশে ব্রীজের দক্ষিন পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জের আলী জানান, রাণীনগর রেল ষ্টেশনের পাশে প্রায় দেড় কিলোমিটার দূরে চকের ব্রীজের দক্ষিণে লাইনের উপর এক নারীর লাশ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরোও জানান, মানসিক ভারসাম্যহীন হতে পারে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top