জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ : আদমদীঘি চেয়ারম্যান রাজু

বগুড়ার আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু বলেছেন, মহমারী কোভিড-১৯ করোনা ভাইরাসের সময় বগুড়ার আদমদীঘির থানা পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে সর্বাধিকভাবে দায়িত্ব পালন করেছেন। সরকারের সকল নির্দেশ যথাযথভাবে পালন করেছেন এবং জনসচেতনামূলক কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদের পক্ষ থেকে থানা চত্বরে পুলিশ সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
আরপি/ এএন-২
বিষয়: বগুড়ার আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু পুলিশ সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার
আপনার মূল্যবান মতামত দিন: