সান্তাহার পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষনা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের জন্য মোট ২৫ কোটি ৫০ লাখ ৫শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বেলা ১২টায় এ বাজেট ঘোষণা করা হয়।বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এই বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যায় ১২ কোটি ২৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ প্রাপ্তি ১৩ কোটি ২৫ লাখ ৫শত টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
বাজেট অধিবেশনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র মজিবর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, পৌর কর্মচারী তুহিন ইসলাম প্রমূখ।
মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্তব্যে বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্থরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।
আরপি/আআ-০১
বিষয়: সান্তাহার পৌরসভা বাজেট ২০২০-২১ অর্থ বছর
আপনার মূল্যবান মতামত দিন: