রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


আদমদীঘিতে সবজি ও পুষ্টি বাগানের উপকরণ বিতরণ


প্রকাশিত:
২৬ জুন ২০২০ ০৪:৪৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১১:১০

ছবি:  আদমদীঘিতে সবজি ও পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিানর নির্দেশনা ‘প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানো’ নিশ্চিত কল্পে বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রায় দুই শত সবজি ও পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১/ ২০২০-২১মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি ও পুষ্টি বাগান স্থাপনে প্রনোদনা কর্মসুচির আওতায় ১৯২ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনা মুলে বীজ ও একাধিক রকম জৈব ও রাসায়নিক সার ও ফসল ফলানোর খরচ বাবদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ।

প্রধান অতিথি হিসাবে বীজ, সার ও টাকার চেক বিতরণ করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় বাস্তবায়ন কমিটির সচিব উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মিঠু চন্দ্র অধিকারি ও সদস্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ-০৩

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top