বগুড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে সোহেল (৩৮) নামে এক যুবক ও উপসর্গ নিয়ে মাসুম (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আসাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন।
তিনি জানান, সোহেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এবং উপসর্গ নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে মাসুমের মৃত্যু হয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সোহেল শ্বাসকষ্ট নিয়ে বুধবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন মাত্রা ৩০ এ নেমে আসায় বৃহস্পতিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে সকাল ৭টার দিকে তিনি মারা যান।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মাসুম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার (২৪ জুন) দিনগত রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ দু’টি দাফনের জন্য জীবাণুমুক্ত করে তাদের নিজ নিজ এলাকায় পাঠানো হবে।
আরপি/ডিজে
বিষয়: করোনা ভাইরাস উপসর্গ যুবকের মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: