রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪, ২৬শে আশ্বিন ১৪৩১


সান্তাহারে ত্যাগী বিএনপি নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


প্রকাশিত:
১৭ মে ২০২০ ২২:৫৫

আপডেট:
১৮ মে ২০২০ ০১:৪৯

সান্তাহারে ত্যাগী বিএনপি নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নির্যাতিত মামলা-হামলা শিকার ত্যাগী কয়েকশত নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মাহাফুজুল হক টিকন। চলমান বৈশ্বিক সংকটে নভেল করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় এটি করছেন বলে জানান।

তিনি নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সব খাদ্য সামগ্রী উপহার লাচ্ছা সেমাই, চিনি, দুধ, আতব চাল ও নগদ অর্থ বিতরন করেন। রবিবার সান্তাহার পৌর শহরের হাটখোলা মহল্লায় বেলা ১১টায় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সান্তাহার সরকারী কলেজের সাবেক এ.জি.এস এস এম আখতারুজ্জামান মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, বিএনপির নেতা ইকবাল হোসেন, শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন জীবন, রুহুল আমিন, মাহমুদুল আলম, শ্রমিকদল নেতা মোয়াজ্জিম হোসেন বডি, ছাত্রদল নেতা আরিফুল হক রোমান, মাহাফুজুর রহমান লিটন, সোহাগ হোসাইন, রাকিব হোসেন, রুবেল, সেচ্ছাসেবক দলের নেতা আসাদুল হক প্রমুখ।

এ ব্যাপারে ৯০ দশকের ছাত্রদল নেতা মাহাফুজুল হক টিকন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমার উপজেলায় বিভিন্ন সময়ে নেতা-কর্মীরা হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে সেইসব নেতা-কর্মীদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় আমার ব্যক্তিগত তহবিল হতে ঈদের আগের দিন পর্যন্ত কয়েকশত নেতা-কর্মীদের ঈদের খাদ্য সামগ্রী উপহার দেওয়া শুরু করেছি। ভবিষ্যতে এই সাহায্য অব্যহত থাকবে।

 

 

আরপি/এমএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top