রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বগুড়ার

সান্তাহারে ১ হাজার পিচ ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার


প্রকাশিত:
১৬ মে ২০২০ ০১:৪২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

গ্রেফতারকৃত মোটরসাইকেল আরোহী

বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া 'খ' সার্কেলের সদস্যরা।

শুক্রবার সকাল ৯ টায় সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেট এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাররশিয়া ইসলামপুর গ্রামের এমতাজ উদ্দিনের ছেলে নাজমুল হক (৫২)।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া 'খ' সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়ার মহাসড়কের সান্তাহার পৌঁওতা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হকের শরীর তল্লাশি করে তার প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট বহনের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন বগুড়া-খ অঞ্চল সার্কেলের পরিদর্শক সামছুল আলম বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। দুপুরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

আরপি / এমবি

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top