আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে দিবস উপলক্ষে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জনের মৃত্যু, ভর্তি ১৬৩৮
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, বহুমুখী সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, বহুমুখী সমবায় সমিতির সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ। পরে উপজেলা ১০টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
আরপি/এসআর-০২
আপনার মূল্যবান মতামত দিন: