রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


সান্তাহারে জেল হত্যা দিবস পালিত


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৩ ২৩:৩০

আপডেট:
৩ নভেম্বর ২০২৩ ২৩:৩৮

ছবি: রাজশাহী পোস্ট

বগুড়ার আদমদীঘির সান্তাহারে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সান্তাহার আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৫৭

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে এবং সাধারন অ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, আওয়ামীলীগ নেতা রাসেদুল ইসলাম রাজা, রোকনুজ্জামান রুকু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক মনোয়ার জাহিদ রোকন, ছাত্রলীগনেতা মারুফ হাসান রবিন প্রমূখ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিচক্র ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে হত্যা করে।

 

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top