রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


সান্তাহারে ট্রেন থেকে ২৫৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৩ ১৭:২৩

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪৪

ছবি: গ্রেফতার আসামি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। এ সময় মাসুদুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

মাসুদুর রহমান যশোর সদর উপজেলার চায়পুরা চাচড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

আরও পড়ুন: মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নীলফামারী থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনে প্রবেশ করে। ট্রেনে মাদক যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের একটি দল ওই ট্রেনে তল্লাশি চালায়।

এক পর্যায়ে ওই ট্রেনের একটি কামড়া থেকে গোপন স্থানে লুকানো থাকা ২৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাসুদুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার মাসুদুরকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top