সান্তাহারে খামার থেকে ৪টি গরু চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের একটি খামার থেকে রাতের আধারে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।
সোমবার (২৩ অক্টোবর) মধ্য রাতে পৌর শহরের নামা পৌঁওতা এলাকায় মোতালেব হোসেনের গরুর খামারে এ চুরির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মাদক কারবারিকে এক্স-রে, পেটের ভেতরে ছিল ৪ হাজার পিস ইয়াবা
গরুর মালিক মোতালেব হোসেন জানান, তার বসত বাড়ির ঘরের পাশেই গরুর খামারটি অবস্থিত। রাতে কোনো এক সময় একদল চোর খামারের তালা ভেঙে ভিতরে ঢুকে, খামার থেকে ২ টি বড় গাভী গরু, ২ ছোট গাভীসহ ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর বর্তমান বাজার মূল্য চার থেকে পাঁচ লাখ টাকা হতে পারে। সকাল বেলা খামারের মালিক মোতালেব এর ছেলে আতিক গরু পরিচর্যার জন্য খামারে এসে দেখে খামারের দরজার তালা ভাঙ্গা ও দরজা খোলা রয়েছে। ভিতরে এসে দেখে ৪টি গরু নেই।
এ বিষয়ে আদমদীঘি থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা গরু উদ্ধার করার জন্য চেষ্টা করছি।
আরপি/এসআর
বিষয়: চুরি
আপনার মূল্যবান মতামত দিন: