আদমদীঘিতে বিএনপি নেতা আব্দুল মান্নানের মন্দির পরিদর্শন
 
                                বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান।
সোমবার (২৩ অক্টোবর) বিকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সান্তাহার পৌরসভা, আদমদীঘি সদর ইউনিয়ন, ছাতিয়ানগ্রাম ও নসরতপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
আরও পড়ুন: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১৭ জনের মৃত্যু, ভর্তি ২০১৪
পরিদর্শনকালে তিনি শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, যুবদল নেতা মাহমুদুল আলম, সৌরভ কর্মকার, সবুজ, আশিক, সাদেক, আকাশ, তামিম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাই, মৎস্য দলের লোকমান হাকিম, তাঁতি দলের জবা, ফারুক, জাকির প্রমুখ।
আরপি/এসআর-১৭
বিষয়: বিএনপি দুর্গাপূজা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: