রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


বডি ফিটিংয়ের মাধ্যমে ফেন্সিডিল পাচার, গ্রেফতার ৪


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৩ ১৫:১৯

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৩

ছবি: গ্রেফতার আসামিরা

নীলসাগর আন্তনগর ট্রেন থেকে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ ৪ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানার পূর্ব জগন্নাথপুর এলাকার মৃত হানিফের মেয়ে আনোয়ারা, মুনুসুর আলীর মেয়ে আনোয়ারা বেগম (৩৬), মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) ও একই থানার মৌপুকুর এলাকার বেলাল হোসেনের স্ত্রী ইতি (২৭)।

আরও পড়ুন: স্ত্রীকে বাজারে পাঠিয়ে প্রতিবেশী শিশুকে ধর্ষণ, অত:পর গ্রেফতার

সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট স্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভিতরে অভিযান চালিয়ে ৪ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের বডি ফিটিং এর মাধ্যমে বহন করা ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে ৪ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সান্তহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা দায়ের করা হয়েছ।

 

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top