রাজশাহী মঙ্গলবার, ২৮শে নভেম্বর ২০২৩, ১৫ই অগ্রহায়ণ ১৪৩০


সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৫

আপডেট:
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৬

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত সাব্বির হোসেন রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শালবন এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উওরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান সাব্বির হোসেন। তাঁর মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

আরও পড়ুন: কাল থেকেই ক্রমেই বাড়বে বৃষ্টি

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, রেল লাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় বা হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top