আদমদীঘিতে গ্রাম পুলিশদের মাঝে পোষাক বিতরণ
-2023-09-27-01-05-25.jpg)
বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৫৩ জন গ্রাম পুলিশদের মাঝে পোষাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার গ্রাম পুলিশদের মাঝে উপজেলা চত্ত্বরে উপকরণ সামগ্রী হস্তান্তর করেন।
আরও পড়ুন: রাজশাহীসহ ৭ জেলায় ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টির আভাস
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু। ২০২২-২৩ অর্থ বছরে বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের ১০ জন গ্রাম পুলিশ, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৮ জন গ্রাম পুলিশ, সান্তাহার ইউনিয়ন পরিষদের ৮ জন গ্রাম পুলিশ, নশতরপুর ইউনিয়ন পরিষদের ৮ জন গ্রাম পুলিশ, কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের ১০ জন গ্রাম পুলিশ এবং চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ৯ জন গ্রাম পুলিশদের মাঝে প্রত্যেককে দুটি প্যান্ট, দুটি শার্ট, এক জোড়া বুট জুতা, এক জোড়া গাম বুট, বেল্ট ও নেমপ্লেট প্রদান করা হয়।
আরপি/এসআর-০৪
বিষয়: গ্রাম পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: