সান্তাহারে শয়ন ঘরে মিলল দুই কেজি গাঁজা, গ্রেফতার ১
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দুই কেজি গাঁজাসহ রেখা বেগম সফুরা (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শহর পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার রেখা বেগম সফুরা উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার মোহাম্মদ মজিদের স্ত্রী।
আরও পড়ুন: দেশের ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে উপজেলার সান্তাহার চা-বাগান এলাকায় রেখা বেগম সফুরা তার বসত বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার শয়ন ঘরে তল্লাশি করে একটি ব্যাগের ভিতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: