রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


সান্তাহারে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার ১


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২১

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৪

ছবি: গ্রেফতার আসামি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাদক কারবারি হলো- উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুর রহিম ঘুটু (৩০)।

আরও পড়ুন: দেশে শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টি দেওয়া যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

সান্তাহার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় সান্তাহার পৌর শহরের সাইলো সড়কের যুগিপুকুর সংলগ্ন পাকা সড়কের উপরে দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘুটুর সাথে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে ঘুটুর দেহে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top