রাজশাহী রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৪

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ছবি: গ্রেফতার আসামিরা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক বিক্রেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় সান্তাহার পৌর শহরের মালগুদাম মসজিদের উত্তর পাশ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠায় আদমদীঘি থানা পুলিশ। 

আরও পড়ুন: সারাদেশেই অব্যাহত থাকবে বৃষ্টিপাত

গ্রেফতাররা হলেন সান্তাহার রানিং রুম পোষ্ট অফিস পাড়ার মৃত রফিকুল ইসলাম স্ত্রী রুনা বেগম(৩৫) এবং মালগুদাম এলাকার বাসিন্ধা মংলা সরদারের ছেলে চাঁন সরদার(২৫)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার জানান, সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয়। এ সময় রুনা বেগমের হেফাজত থেকে ৯০০ গ্রাম ও চাঁন সরদারের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top