রাজশাহী শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫, ১২ই মাঘ ১৪৩১


সান্তাহারে ব্রাইট স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৩ ০৫:০৩

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৫ ০৭:০৯

ছবি: উদ্বোধনী অনুষ্ঠান

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপর পোঁওতা ব্রাইট স্টার ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু খেলাটির উদ্বোধন করেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঝড়ল আরও ১৫ প্রাণ, নতুন ভর্তি ১৮৭৬

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, আদমদীঘি সদর ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান, পোঁওতা ব্রাইট স্টার ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া পরাগ, সাধারন সম্পাদক শহিদুল হাসান আপেল, স্থানিয় কাউন্সিলর মমতাজ আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরমান হোসেন পলাশ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ব্যবসায়ী গোলাম রাব্বানী জুয়েল ও ফারুক হোসেন প্রমূখ।

টুর্নামেন্টে মোট ৮ টি টিম অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় নওগাঁর কির্ত্তিপুর ফুটবল একাদশ ও দুপচাঁচিয়া ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় দুপচাঁচিয়া ফুটবল একাডেমীকে ০-২ গোলে পরাজিত করে নওগাঁর কির্ত্তিপুর ফুটবল একাদশ জয়লাভ করে।

 

 

আরপি/এসআর-২২


বিষয়: ফুটবল


আপনার মূল্যবান মতামত দিন:

Top