সান্তাহারে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ১৬ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার ইউনিয়নের পূর্ব ছাতনী গ্রামের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেফতার এক
সান্তাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান জুয়েরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ তাজের সঞ্চালনায় অনুষ্ঠিত কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড.হামিদুল হক চৌধুরী হিরু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির অন্যতম নেতা ও গোল্ডেন এ্যারো চেয়ারম্যান আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জিয়া পরিষদের সভাপতি মাহাফুজুল হক টিকন, জিয়া পরিষদের সাধারন সম্পাদক সাজেদুর রহমান এঞ্জেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মিসেস বাবলী মোর্তুজা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরপি/এসআর-১৪
বিষয়: বিএনপি
আপনার মূল্যবান মতামত দিন: