রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


রেলযাত্রীর আড়ালে মাদক পাচার, নারী কারবারী গ্রেফতার


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৪

আপডেট:
৩ মে ২০২৪ ০৬:৪৬

ছবি: গ্রেফতার আসামি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ইতি বেগম (৩৩) নামের এক মাদক কারবারিকে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ইতি বেগম নামের এক নারীকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

আরও পড়ুন: ১০ অক্টোবর থেকে পদ্মা সেতুতে ট্রেন চলবে

এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।  গ্রেফতার ইতি বেগম রংপুর জেলার গংগাচড়া উপজেলার সদরের মৃত ইদু মন্ডলের মেয়ে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতার নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

আরপি/এসআর-১০


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top