রাজশাহী সোমবার, ৫ই জানুয়ারী ২০২৬, ২৩শে পৌষ ১৪৩২


সান্তাহারে বার্মিজ চাকুসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৭

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ০৮:০২

ছবি: গ্রেফতার আসামি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্টীলের বার্মিজ চাকুসহ ওমর আলী (২০) নামের এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে শহর ফাঁড়ির পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে অস্ত্র আইনে মামলায় তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ওমর আলী নওগাঁ জেলার শ্রীধরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন: সারাদেশের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ চালু

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের হবির মোড়ে নামক স্থানে পুলিশ সদস্যরা রাত্রী কালীন চেক পোস্টে ডিউটি করছিল। এ সময় মোটরসাইকেল করে ছাতিয়ানগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল ওমর আলী। তার আচরণ সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে। এরপর তাকে তল্লাশি করে একটি স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু পাওয়া যায়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-১১


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top