রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


আদমদীঘিতে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৩

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৫

ছবি: বর্ধিত সভা

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের রহিম উদ্দীন কলেজ ক্যাম্পাসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আঃ লীগ নেতা আশরাফুল ইসলাম মুন্টু, উপজেলা আঃ লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, হুমায়ন কবির বাদশা, এরশাদুল হক টুলু, দুপচাঁচিয়া উপজেলা আঃ লীগের সভাপতি আমিনুল ইসলাম, আদমদীঘি উপজেলা আঃ লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, শামিম-উল-ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জিআরএম শাহজাহান, আঃ লীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তুপ্তি, রোকনুজ্জামান রুকু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিকলীগের নেতা রাশেদুল ইসলাম রাজা, কৃষকলীগ সভাপতি আব্দুল্লাহ আর হামিম বাবু, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সজল, ছাত্রলীগ নেতা তনু, রবিন, শাকিব সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ক্ষুদা ও দারিদ্রমুক্ত একটি দেশ গড়তে চেয়েছিল। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তাঁর কন্যা দেশরত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সকল নেতা-কর্মীদের কাজ করার আহবান জানানো হয়।

 

 

আরপি/এসআর-২২



আপনার মূল্যবান মতামত দিন:

Top