১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার, আ.লীগ নেতাসহ গ্রেফতার ২
বগুড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১৫৫ বস্তা চাল সহ আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) রাত তিনটার দিকে বগুড়া সদর উপজেলার কমলপুর গ্রামে মীর সেমি অটো রাইস মিল থেকে চালসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তার সহযোগি দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)।
উদ্ধারকৃত চালের প্রতিটি বস্তার গায়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদফতর, নেট ওজন ৩০ কেজি লেখা আছে। ১৫৫ বস্তায় চার হাজার ৬৫০ কেজি চাল রয়েছে। যার আনুমানিক মূল্য এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশত টাকা।
আরও পড়ুন: ঢাকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ভারত : দ্য হিন্দু
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় রাইস মিল থেকে একজন পালিয়ে যায়। অপর দুইজনকে রাইস মিল থেকে আটক করা হয়। তারা কালো বাজারীর মাধ্যমে সরকারি বিক্রয় নিষিদ্ধ চাল অবৈধ ভাবে মজুদ করেছিল। আটক দুইজন ছাড়াও পলাতক ব্যক্তির নামে পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।
ওই মামলায় গ্রেফতার দুইজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: