নাগর নদী থেকে বালু উত্তোলনের দায়ে কারাদন্ড

বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল কুন্দগ্রাম -চাঁপাপুর ইউনিয়নের সীমান্ত ঘেষে বয়ে যাওয়া নাগর নদী থেকে অবৈধ ভাবে খননযন্ত্র মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালত মামুনুর রশিদ (৩৭) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
রোববার (৯ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এই রায় দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা প্রত্যন্ত অঞ্চল কুন্দগ্রাম-চাঁপাপুর ইউনিয়নের সীমান্ত ঘেষে বয়ে যাওয়া নাগর নদী থেকে একটি চক্র দীর্ঘ দিন ধরে বালু ও মাটি উত্তোলন করে আসছে। রোববার দুপুরে নাগর নদী থেকে খননযন্ত মেশিন দিয়ে বালু তোলার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চাঁপাপুর বাজারের বেলাল হোসেনের ছেলে বালু উত্তোলনকারী মামুনুর রশিদকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আরপি/এসআর-০৬
বিষয়: ভ্রাম্যমান আদালত কারাদন্ড
আপনার মূল্যবান মতামত দিন: