টিফিনের টাকা জমিয়ে ছিন্নমূলদের ইফতার করালেন শিক্ষার্থীরা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশব স্টেশনে শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় শতাধিক ছিন্নমূল, গরীব, অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইফতারের আগে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের প্লাটফর্ম ও আশেপাশে শতাধিক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন একদল শিক্ষার্থী।
ইফতার বিতরণের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে আবরার শাহরিয়ার তানিম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা টিফিনের টাকা জমিয়ে সাথে আরও কিছু টাকা বাড়ি থেকে নিয়ে নিজেদের অর্থায়নে ২০ জন বন্ধুরা ছিন্নমূল মানুষের কথা ভেবে এই উদ্যোগটি গ্রহণ করি। এ কাজটি করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। ভবিষ্যতে এ ধরণের আরও উদ্যোগের মধ্য দিয়ে এসব মানুষের পাশে থাকতে চাই আমরা।
শিশির নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা সব বন্ধু ও সহপাঠীরা মিলে টাকা জমিয়ে ছিন্নমূল, গরীব ,অসহায় প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিরতণ করেছি। আমরা ভবিষ্যতে আরও মানুষের মাঝে ইফতার বিতরণ করতে চাই। মানুষের সহযোগিতা নিয়ে কোনো রকম বেঁচে আছেন আমেনা বেওয়া (৭৩) নামের এক বৃদ্ধা। শিক্ষার্ত্রীদের দেওয়া ইফতার সামগ্রী পেয়ে বিষন্ন মুখে হাসি নিয়ে দোয়া করেন তাদের জন্য।
ইফতার সামগ্রী বিতরণের সময় সামিউল, সাফায়েদ, রাফি, মারুফ, রিদম, রাকিবসহ আরও অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০৪
বিষয়: মানবিক স্টোরি
আপনার মূল্যবান মতামত দিন: