রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২


আদমদীঘির সাড়ে ৯ হাজার পরিবার পাবে ভিজিএফের চাল


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৩ ০৪:৫০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১০:০৭

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে ৯ হাজার ৬ শত ৮৬ জন দুঃস্থ ও দরিদ্র পরিবার পাবেন ভিজিএফ'র চাল। জন প্রতি ১০ কেজি করে এই চাল বিনামূল্যে বিতরণ করা হবে।

বুধবার (৫ এপ্রিল) আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আমির হোসেন বলেন, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২৫ হাজার দরিদ্র ও দুঃস্থ পরিবার রয়েছে। এদের মধ্যে অনেকেই বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা সুবিধা পাচ্ছেন। আর যে সব পরিবার ভাতাসহ অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত রয়েছে সরকার সেই সব পরিবারের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তার আওতায় এবার ৯ হাজার ৬ শত ৮৬ জন দুঃস্থ ও দরিদ্র পরিবারকে জন প্রতি ১০কেজি করে ভিজিএফ'র চাল বিনামূল্যে প্রদান করবেন।

এর মধ্যে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের আওতায় ১৭৬৩ জনকে, নশরতপুর ইউনিয়নে ১৬৮৫ জন, আদমদীঘি সদর ইউনিয়নে ১৮৩১ জন, কুন্দগ্রাম ইউনিয়নে ১৪৭২ জন, চাঁপাপুর ইউনিয়নে ১৪৩৩ জন এবং সান্তাহার ইউনিয়নে ১৫০২ জনসহ সর্বমোট ৯ হাজার ৬ শত ৮৬ জন দুঃস্থকে এই চাল দেয়া হবে। 

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top